শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সাতক্ষীরার কিশোরী মুক্তামনির হাতের দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হচ্ছে
প্রকাশ: ১০:০৪ am ২৯-০৮-২০১৭ হালনাগাদ: ১০:০৫ am ২৯-০৮-২০১৭
 
 
 


বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনির হাতের দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের মেডেকেল অফিসার ডা. মাহবুবুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সোয়া ৯টায়র দিকে অস্ত্রোপচারের জন্য মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। কিছুক্ষনের মধ্যে তার অপারেশন শুরু হবে। আগের চেয়ে সে অনেক সুস্থ আছে। সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামনি (১২)। জন্মের দেড় বছর পর তার হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি বাড়তে থাকে। আক্রান্ত ডান হাত ছোট আকারের গাছের গুড়িতে রূপ নেয়। এক পর্যায়ে সেখানে পচন ধরে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। এরপর গত ১১ জুলাই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৫ আগস্ট মুক্তামনির বায়োপসি করা হয়। এতে তার রক্তনালিতে টিউমার ধরা পড়ে। এরপর গত ১২ আগস্ট অপারেশন করে সেটি অপসারণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে মুক্তামনির আরও ৫/৬টি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT