শুক্রবার, ০৩ মে ২০২৪ ২০শে বৈশাখ ১৪৩১
Smoking
 
সর্ববঙ্গীয় লেখক-শিল্পী সম্মেলনের সেমিনার ও উৎসবের প্রথম পর্ব আজ
প্রকাশ: ০৩:২৫ pm ২৭-১২-২০১৭ হালনাগাদ: ০৩:৪৩ pm ২৭-১২-২০১৭
 
 
 


 এ এক নতুন আয়োজন বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের। বাংলার শাস্ত্রীয়নৃত্য গৌড়ীয় নৃত্য নিয়ে অনুষ্ঠিত হবে সর্ববঙ্গীয় লেখক-শিল্পী সম্মেলনের সেমিনার ও উৎসবের প্রথম পর্ব।

১৩ পৌষ ১৪২৪; ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার, গৌড়ীয় নৃত্যের রুপকার ড. মহুয়া মুখোপাধ্যায়ের ভাবনা , পরিকল্পনা ও পরিচালনায় পরিবেশিত হবে গৌড়ীয় নৃত্য এবং রবীন্দ্র সংগীত ও নজরুলের গান সহযোগে গৌড়ীয় নৃত্য আঙ্গিকে উপস্থাপিত হবে সকল রসের ধারা।

অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব কবি শেখ হাফিজুর রহমান এবং অনুষ্ঠান উদ্ভোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।

সভার সভামুখ্য থাকবেন বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপরি পর্ষদের সদস্য নৃত্যগুরু লায়লা হাসান।

অনুষ্ঠান সূচিঃ

১৩ পৌষ ১৪২৪; ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন।

 

মূল ভাবনা,নৃত্য পরিচালনা এবং পরিকল্পনা - অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়ের।

সংগীত - অমিতাভ মুখোপাধ্যায়।

পরিবেশনা - র‍্যাচেল প্রিয়াংকা পেরিস।

গৌড়ীয় নৃত্যভারতী, কলকাতা - অয়ন মুখোপাধ্যায়, শতাব্দী আচার্য, সৌম্য ভৌমিক, পারমিতা ব্যানার্জী, রঞ্জিমা চ্যাটার্জী, রচনা কর, সায়ান্তিকা মজুমদার, মণিকিরণ দত্তগুপ্ত, রাহী চ্যাটার্জী সহেলী পাল, জয়ন্ত বিশ্বাস।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT