রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সন্ধ্যায় পর্দা উঠছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’
প্রকাশ: ০১:৩৩ pm ০৯-১১-২০১৭ হালনাগাদ: ০১:৩৮ pm ০৯-১১-২০১৭
 
 
 


উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে যাচ্ছে এ উৎসবের তৃতীয় আসর।

বাংলাদেশ ছাড়াও উৎসবে গান পরিবেশন করবেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, ফ্রান্স, জাপানের ১৪০ জন সংগীতশিল্পী। লোকগান ছাড়াও উৎসবে লোকজ বাদ্যযন্ত্রের ধুন আর লোকজ নৃত্য পরিবেশনা থাকবে। আয়োজকরা জানান, বেশির ভাগ শিল্পী ও কলাকুশলী এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন।

অন্যবারের মতো এবারও দর্শকদের বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ দেয়া হয়েছে। ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ১২.০০টা পর্যন্ত নিবন্ধিত দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোক সংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো।

আগত দর্শনার্থীদের ফেরার সময় থাকবে বিনামূল্যের পরিবহন ব্যবস্থা। উৎসবটির আয়োজনের দায়িত্বে রয়েছে সান কমিউনিকেশনস।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এর প্রথম দিন দর্শকদের জন্য দরজা খোলা হবে বিকাল সাড়ে চারটাতে। প্রথম দিন উৎসব মাতাবেন বাংলাদেশের বাউলিয়ানা, ফকির শাহাবুদ্দিন, ভারতের পাপন লাইভ, ব্রাজিলের মরিসিও টিজুমবাহ অ্যান্ড সেক্সলেট, তিব্বতের তেনজিন চো’য়েগাল এবং ভারতের আসামের বিখ্যাত শিল্পী পাপন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT