বুধবার, ২২ মে ২০২৪ ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সংসদে সুশীল সমাজের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ১১:০৫ am ২৫-০১-২০১৮ হালনাগাদ: ১১:০৭ am ২৫-০১-২০১৮
 
 
 


এবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সুশীল সমাজের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ফজিলাতুন নেসা বাপ্পি ও ফখরুল ইমামের পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, 'আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। কিছু লোক আছে চোখে দেখেও দেখে না, কানেও শোনে না।' শেখ হাসিনা বলেন, 'উন্নয়নের গতিধারায় দেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশের স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এ দেশের কিছু মানুষ উন্নয়নটা চোখে দেখে না। তাদের আচরণ দেখলে গাধার কথা মনে পড়ে।' তিনি আরও বলেন, 'আমাদের দেশের জনগণের কাছে যেতে পারেন না। ভোটের রাজনীতিতে তারা অচল। ভোট পেয়ে এই সংসদে বসতে হয় ও সরকার গঠন করতে হয়। কিন্তু এই একটা শ্রেণি আছে তারা কিন্তু জনগণের কাছে যেতে চায় না। তারা ক্ষমতার বাঁকা পথ খোঁজে।' সংসদ নেতা বলেন, 'আমি জানি না সুশীলের ব্যাখাটা কি, অর্থ কি বা কিভাবে কোন তত্ত্বের ভিত্তিতে তারা সুশীল, সেটা তখন দেখা দেয় যখন তারা কোনো কিছু দেখেনও না শোনেনও না, বোঝেনও না। তারা সুশীল না অসুশীল তা আমি জানি না।' প্রধানমন্ত্রী বলেন, 'তাদের এই না দেখাটা একধরনের অসুস্থতা। কারণ, তাদের দৃষ্টি অবৈধ ক্ষমতা দখলের দিকে। তাদের আকাঙ্ক্ষা ক্ষমতায় যাওয়ার। কিন্তু তারা জনগণের কাছে যেতে পারেন না। ভোটের রাজনীতিতে তারা অচল। এই শ্রেণি ক্ষমতায় যেতে বাঁকা পথ খোঁজে।'

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT