বুধবার, ০৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ ১৪৩১
Smoking
 
শাহজালালে কোটি টাকার সোনা আটক
প্রকাশ: ০৪:৩৯ pm ২০-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:৪০ pm ২০-০৯-২০১৭
 
 
 


রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে দু কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃত সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুল্ক গোয়েন্দা বাংলাদেশের পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। এ পোস্টে বলা হয়, শুল্ক গোয়েন্দা মালয়েশিয়া থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইটের ভেতর থেকে ২০টি বারে দুই কেজি সোনা আটক করেছে। এর মূল্য প্রায় এক কোটি টাকা এর আগে ১৮ সেপ্টেম্বর শাহজালালে ৪.৬৪ কেজি সোনারবার উদ্ধার করা হয়। ইউএস বাংলা এয়ালাইন্সের ফ্লাইট নং বিএস৩০৮-এর ৭বি সিটের ভিতর থেকে সোনাগুলো উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT