শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
শহীদ কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামান আর নেই
প্রকাশ: ১১:০০ am ০৬-০২-২০১৭ হালনাগাদ: ০১:২২ pm ০৬-০২-২০১৭
 
 
 


মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
 
তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মা।

জাহানারা জামান দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক লিমন জানান, তার মরদেহ আজই ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তবে ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনও জানাযার সময় নির্ধারণ হয়নি।

তিনি এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে রওনা হয়েছেন। বাংলাদেশে পৌঁছালে জাহানারা জামানের জানাযা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলেও জানান লিমন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT