বুধবার, ০৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ ১৪৩১
Smoking
 
লন্ডনে দুইজন বাংলাদেশি তরুণের ওপর এসিড হামলা
প্রকাশ: ১১:১০ am ২৭-০৭-২০১৭ হালনাগাদ: ১১:১৫ am ২৭-০৭-২০১৭
 
 
 


যুক্তরাজ্যের লন্ডনে দুইজন বাংলাদেশি তরুণের ওপর এসিড হামলা করা হয়েছে। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশি অধ্যুষিত লন্ডনের বেথনাল গ্রিন এলাকার রোমান রোডে মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দুই তরুণ সর্বশেষ এসিড হামলার শিকার হয়েছে।

হামলার শিকার হওয়ার পর ওই দুই তরুণ আর্তনাদ করতে করতে একটি দোকানে ঢোকেন। আক্রান্ত একজনের নাম শাখাওয়াত হোসেন। অপরজনের নাম এখনো জানা যায়নি। সম্প্রতি পূর্ব লন্ডনে এরকম একাধিক এসিড হামলার ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র এরকম হামলা করছে করছে বলে জানিয়েছে ডেইল মেইল। গত ১৩ই জুলাই রাতে এরকম পাঁচটি এসিড হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। একজন দোকানদারের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, দুইজন বাঙ্গালি তরুণ তার দোকানে ঢুকে পাগলের মতো চিৎকার করে বলেন, আমাদের উপর এসিড ছুড়ে মারা হয়েছে। তারা দৌড়ে যখন তার দোকানে ঢুকে পড়ে, তাদের মুখে এসিড ছিল। তারা পুড়ছিল আর তাদের ত্বক কুচকে যাচ্ছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা একের পর এক বোতলের পানি মুখে ঢালছেন। এরপর দমকল কর্মীরা এসে তাদের হোসপাইপ দিয়ে মুখে পানি দেন। ঘটনাস্থলে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা ডেইলি মেইলকে জানিয়েছেন, তাদের মুখের রঙ বদলে গিয়েছে আর একজনের পরনে থাকা জ্যাকেটে হাতা গলে গেছে। ব্রুমফিল্ড হাসপাতালে চিকিৎসা শেষে শাখাওয়াত হোসেনকে আজ ছেড়ে দেয়ার কথা রয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে। পুলিশের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ২০১৪ সালে যেখানে লন্ডনে এসিড হামলার ঘটনা ছিল ২০০টিরও কম, তা এখন দ্বিগুণে দাঁড়িয়েছে। ২০১৬ সালে লন্ডনে এরকম ৪৩১টি এরকম এসিড হামলার ঘটনা ঘটেছে।


 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT