সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে যাবজ্জীবন
প্রকাশ: ০২:৫৮ pm ২৫-০৭-২০১৭ হালনাগাদ: ০৩:০৬ pm ২৫-০৭-২০১৭
 
 
 


লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। জেলা জজ কোর্টের অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত স্বামীর নাম জসিম। সে সদর উপজেলার জামিরতলী গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।   জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে জসিম তার স্ত্রী ফাতেমা বেগমকে নির্যাতন চালিয়ে হত্যা করে। পরে লাশটি প্লাষ্টিকের বস্তায় করে বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখে। পরে বস্তাবন্দি অবস্থায় ডোবা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জসিমকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT