শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
রাজধানীতে সুয়ারেজ লাইন বিস্ফোরণে দুই ব্যক্তি মারা গেছেন
প্রকাশ: ১১:২১ am ২৯-০৮-২০১৭ হালনাগাদ: ১১:২৭ am ২৯-০৮-২০১৭
 
 
 


রাজধানীর গোলাপবাগে সুয়ারেজ লাইন বিস্ফোরণে দুই ব্যক্তি মারা গেছেন।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে ডিএমপির সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনি ছুটে গেলে তার আঘাতে একজন মারা যান। বিস্ফোরণে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে মারা যান আরেকজন।
নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পথচারী বলে ধারণা করছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পাশের একটি দোকান ও বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
অগ্নিদগ্ধ আরেকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম আবুল হাসেম (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, হাসেমের দেহের ৭৫ ভাগ পুড়ে গেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT