সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
রাঙ্গামাটিতে জনসংহতির ২ সদস্যকে গুলি করে হত্যা
প্রকাশ: ০৩:০৪ pm ১৪-১২-২০১৬ হালনাগাদ: ০৩:০৭ pm ১৪-১২-২০১৬
 
 
 


রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)এমএন লারমা গ্রুপের দু’জন কর্মী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নয়ন জ্যোতি চাকমা (৩০) ও যুদ্ধ চন্দ্র চাকমা (২৮)। 

বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ভূঁইয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এলাকাবাসী জানান, উপজেলার বঙ্গলতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ভূঁইয়াছড়ি এলাকায় দুই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

জেএসএস এমএন লারমা গ্রুপের উপজেলা সভাপতি সুরেশ কান্তি চাকমা অভিযোগ করে বলেন, ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা ভোরে আমাদের দু’কর্মী নয়ন ও যুদ্ধ-কে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে।

এদিকে, এমএন লারমা গ্রুপের সব অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ’র মুখপাত্র বাবলু চাকমা বলেন, তৃতীয় একটি শক্তি আমাদের মধ্যে সম্পর্ক বিনষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, স্থানীয় জনগণের মাধ্যমে এ ঘটনা সম্পর্কে আমি জেনেছি। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ রওনা দিয়েছে। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT