শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
যৌন হয়রানির অভিযোগে এবার বরখাস্ত হলিউডের পরিচালক
প্রকাশ: ০২:৩৩ pm ১২-১১-২০১৭ হালনাগাদ: ০২:৩৬ pm ১২-১১-২০১৭
 
 
 


যৌন হয়রানির অভিযোগে এবার বরখাস্ত হয়েছেন হলিউডের পরিচালক অ্যান্ড্রু ক্রেসবার্গ। তাকে বরখাস্ত করেছে চলচ্চিত্র নির্মাতা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এ বিষয়ে তদন্ত চলছে।

কাজের জায়গায় কেউ অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করলে তা কখনো বরদাশত করা হবে না। অন্তত ১৫ জন নারী ও ৪ জন পুরুষ ক্রেসবার্গের বিরুদ্ধে সরাসরি যৌন হেনস্থার অভিযোগ আনেন। অনেকেরই দাবি, ক্রেসবার্গ কাজের জায়গাটা এতটাই বিষাক্ত করে তুলেছিলেন যে বাধ্য হয়ে তাদের কাজ ছাড়তে হয়। তবে ক্রেসবার্গ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কারও সাজপোশাক নিয়ে তিনি মন্তব্য করলেও তা সব সময় একজন পরিচালকের দৃষ্টিকোণ থেকে বলেছেন।

নারীদের সঙ্গে সৌজন্যমূলক কোলাকুলি বা চুম্বন বিনিময় করলেও তা কখনও অশালীন আচরণের পর্যায়ে পড়েনি। 'অ্যারো', 'দ্য ফ্ল্যাশ', 'সুপারগার্ল'-এর মতো একের পর এক জনপ্রিয় টেলি সিরিজের স্রষ্টা ক্রেসবার্গ ২০১৫ সাল থেকে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। তবে গত কয়েক বছরে তার বিরুদ্ধে জমা পড়া একের পর এক যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করলো ওয়ার্নার ব্রাদার্স।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT