শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
যাত্রা শুরু হলো সার্ক উপগ্রহের
প্রকাশ: ০৮:৫৮ am ০৬-০৫-২০১৭ হালনাগাদ: ০৯:০৩ am ০৬-০৫-২০১৭
 
 
 


মহাকাশে বহুপ্রতিক্ষীত সার্কভূক্ত দক্ষিণ এশীয় ৭ দেশের স্যাটেলাইট 'জিএসএটি-০৯'য়ের সফল উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকালে নির্ধারিত সময়েই দেশটির অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ হয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। ভারতের স্থানীয় সময় বিকাল ৫টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। ভারতের উদ্যোগে ২০১৪ সালে সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এই উপগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জোট নেতারা আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন। পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার অপর ৬ দেশের সরকার প্রধানের সঙ্গে করফারেন্সে অংশ নেবেন তিনি। এ স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে 'জিএসএটি-০৯'। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে। এ স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঘনিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।

স্যাটেলাইটটির ওজন ২ হাজার ২৩০ কেজি। তিন বছর সময়ে ৪০ কোটি ডলারের ইসরোর তৈরি এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের পুরো ব্যয় বহন করছে ভারত। এই কৃত্রিম উপগ্রহের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে পাচ্ছে বাংলাদেশ একটি। তথ্য-উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি দক্ষিণ এশীয় এসব দেশের মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন, পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পাঠাতে সহায়তা এবং অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে। এছাড়া স্যাটেলাইটটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে বলে আশা করা যাচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT