শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ময়মনসিংহে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
প্রকাশ: ০১:৩০ pm ৩১-০১-২০১৭ হালনাগাদ: ০২:৫৯ pm ৩১-০১-২০১৭
 
 
 


ময়মনসিংহে বাবা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামের ঈমান আলী (৭৫) মসজিদের জন্য ৭ শতাংশ জমি দান করেছিলেন। কিন্তু তার ছেলে আনোয়ার এটি মানতে না পেরে বাবার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।

২০১৩ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

পরে ঈমান আলীর আরেক ছেলে জবান আলী দু’দিন পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

মামলার আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু বলেন, আসামি যদি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিলে যান তবে সাক্ষ্যপ্রমাণে যেসব অসঙ্গতি রয়েছে সেসব বিবেচনা করে উচ্চ আদালত আসামিকে দণ্ড থেকে অব্যাহতি দিতে পারেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT