রবিবার, ০৫ মে ২০২৪ ২২শে বৈশাখ ১৪৩১
Smoking
 
ম্যাচ হেরেও কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
প্রকাশ: ১০:২৭ am ০৮-০৩-২০১৮ হালনাগাদ: ১০:৩৬ am ০৮-০৩-২০১৮
 
 
 


প্রথম লেগে কি দুর্দান্তই না খেলেছিল ম্যানচেস্টার সিটি। বাসেলের মাঠে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। তাই হয়তো ঘরের মাঠে দ্বিতীয় লেগে অনেকটা নির্ভার হয়েই নেমেছিল স্বাগতিকরা। কিন্তু আন্ডারডগ সুইস চ্যাম্পিয়নদের কাছে অঘটনের শিকার হতে হলো সিটিজেনদের।

দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে গেল ম্যানসিটি। তবে দুই লেগে ৫-১ গোলের অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে ঠিকই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইংলিশ দলটি। 

চলতি মৌসুমে প্রায় অজেয় সিটি এদিন চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখলো। আর ইতিহাদ স্টেডিয়ামে যে কোনো প্রতিযোগিতা মিলিয়ে এক বছরের বেশি সময় তথা ৩৬ ম্যাচ পর হেরেছে দলটি।

এদিন খেলার ৮ মিনিটেই অবশ্য এগিয়ে যায় স্বাগতিক সিটি। চলতি বছর শুরুর একাদশে প্রথম নেমেই গোলের দেখা পান গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান এ তারকার গোলেই লিড পায় সিটিজেনরা।

কিন্তু ১৭ মিনিটে পাল্টা আক্রমণে বাসেলের মোহামেদ এলইউনোউসি গোল করে সফরকারীদের সমতায় ফেরান। আর দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে মাইকেল ল্যাং গোল করলে দ্বিতীয় লেগে হার নিশ্চিত হয় সিটির। তবে প্রথম লেগের স্বস্তির কারণে হাসি মুখে মাঠ ছাড়তে পারে গার্দিওলার শিষ্যরা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT