শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
মাদার তেরেসা পুরস্কার লাভ করলেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশ: ১১:৫৬ am ১৪-১২-২০১৭ হালনাগাদ: ১১:৫৯ am ১৪-১২-২০১৭
 
 
 


ভারতের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্প্রতি খ্যাতি অর্জন শুরু করেছেন। সামাজিক উন্নয়নে ভূমিকায় রাখায় মাদার তেরেসা পুরস্কার লাভ করলেন বলিউডের গ্ল্যামার গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছর সিরিয়া সফরে গিয়ে যুদ্ধাহত শরণার্থী শিশুদের পাশে দাড়ানোয় তাকে এ সম্মানে ভূষিত করে মাদার তেরেসা ফাউন্ডেশন। তবে বর্তমানে মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকোর তৃতীয় কিস্তির কাজের সুবাদে আমেরিকায় থাকায় প্রিয়াঙ্কার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন তার মা মধু চোপড়া। পুরস্কার গ্রহণকালে প্রিয়াঙ্কার মা জানান, সন্তানের কৃতিত্বে মা হিসেবে আমি গর্বিত। আর তার পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। এর আগেও সুস্মিতা সেন, মালালা ইউসুফজাই, আন্না হাজারে ও অস্কার ফার্নান্দেজের মতো ব্যক্তিত্বরা এ পুরস্কার গ্রহণ করেছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT