শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
মঙ্গলবার রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল
প্রকাশ: ০১:০২ pm ১৬-০৮-২০১৭ হালনাগাদ: ০১:০৪ pm ১৬-০৮-২০১৭
 
 
 


বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে তিন সপ্তাহের সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  তার আগেই সার্বিক অবস্থা যাচাইয়ে মঙ্গলবার রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল।

সাধারণত বড় দলগুলো সব সময়ই যেকোনো দেশে সফরের আগে তাদের অগ্রবর্তী একটি দল আগেভাগেই সে দেশে পা রাখে।  মূলত সুযোগ-সুবিধাগুলো পরীক্ষা-নিরীক্ষা করতেই তাদের আগমন। তাই অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের আগেই পরিচিত মুখ শন ক্যারল সঙ্গে নিয়ে আসছেন অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসিকে।

আজ রাতে ঢাকায় এসে দুদিন ব্যস্ত সময় পার করবেন এই দুইজন। ১৬ আগস্ট ফতুল্লা স্টেডিয়াম, বিকেএসপি এবং মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ পরিদর্শন করবেন তারা।  প্রস্তুতি ম্যাচের মাঠ নির্ধারণ করতেই এমন পরিদর্শন।  কারণ নিরাপত্তা যাচাইয়ে আগেই বাংলাদেশ সফর করে গেছেন তারা।

ইতোমধ্যে ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা একদমই ক্ষীণ হয়ে আসায় বিকল্প ভেন্যুতেই নজর বিসিবির।  তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত বিকেএসপিতে মাঠ পরিদর্শনের আগে ইউল্যাবের মাঠ দেখবেন নিরাপত্তা পরিদর্শক দল। এরপর যাবেন বিকেএসপিতে।

অস্ট্রেলিয়ার সঙ্গে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি কোন ভেন্যুতে হচ্ছে- সেই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মূলত এই দুইদিন প্রস্তুতি ম্যাচ কোথায় হবে, তা নিয়েই দৌড়ঝাঁপ করছে বিসিবি ও অসি প্রতিনিধি দল। বিকেএসপি কিংবা ইউল্যাবের মাঠটি দেখে সিদ্ধান্ত নিতে না পারলে ১৭ আগস্ট নিরাপত্তা প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হবে সিলেটে।

উল্লেখ্য, আগামী ২২-২৩ আগস্ট প্রস্তুতি ম্যাচ দিয়ে সূচনা হবে অস্ট্রেলিয়ার সফরসূচি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ২৭ আগস্ট। এ ম্যাচের পর দুই দলই চলে যাবে চট্টগ্রামে। মাঝে কোরবানির ঈদের ছুটি কাটিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ৪ সেপ্টেম্বর।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT