রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ভার্চুয়াল রিয়্যালিটি প্লাটফর্মের ঘোষণা দিয়েছে ফেসবুক
প্রকাশ: ০৪:১৫ pm ১১-০৩-২০১৭ হালনাগাদ: ০৪:১৭ pm ১১-০৩-২০১৭
 
 
 


ভার্চুয়াল রিয়্যালিটি প্লাটফর্মের জন্য নতুন অ্যাপলিকেশনের ঘোষণা দিয়েছে ফেসবুক। স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়্যালিটি কিট  গিয়ার ভিআর হেডসেটের জন্য ফেসবুক ৩৬০ নামের একটি অ্যাপলিকশেনর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ফেসবুকের অকুলাস স্টোরের তথ্য অনুযায়ী, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ।  । ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন।

এই অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা যাতে তাদের বন্ধুদের কোনো কিছু মিস না করে সে ব্যবস্থা করবে।  অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। এই কনটেন্টগুলো আসবে ব্যবহারকারীর টাইমলাইন থেকে। অ্যাপটির মাধ্যমে ৩৬০ ডিগ্রি কনটেন্ট ব্যবহারকারী যেগুলো পরে দেখার জন্য সংরক্ষণ করে রাখবেন বা নিজে তৈরি করবেন।

গত বছরে স্যামসাং গ্যালাক্সি এস ৭ স্মার্টফোন উদ্বোধনের সময় হাজির হয়ে গিয়ার ভিআর নিয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘এ বছর লাখো মানুষের হাতে থাকবে গিয়ার ভিআর।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT