রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ
প্রকাশ: ০৪:৫৩ pm ১৩-০৬-২০১৭ হালনাগাদ: ০৪:৫৬ pm ১৩-০৬-২০১৭
 
 
 


আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এই গ্রুপ থেকে রানার-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশও। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তানও। আর বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। নিয়মানুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ চারে তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের রানার-আপ পাকিস্তানকে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপের রানার-আপ বাংলাদেশকে। বুধবার (১৪ জুন) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিফে এ খেলা অনুষ্ঠিত হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আর বৃহস্পতিবার (১৫ জুন) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লড়বে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এজবাস্টনে এ খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ১৮ জুন বাংলাদেশ সময় বিকেল ৩.৩০টা অনুষ্ঠিত হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT