বুধবার, ২২ মে ২০২৪ ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
বুশরা হত্যা মামলায় সব আসামি খালাস
প্রকাশ: ১২:০০ am ১৫-১১-২০১৬ হালনাগাদ: ০৩:৩৬ pm ১৫-১১-২০১৬
 
 
 


রাজধানীর মালিবাগে বুশরা হত্যা মামলার চার আসামির সবাইকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৩ সালে এ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো দুই আসামিকে খালাস দিয়েছিলেন।

চার বছর পর হাই কোর্টে আওয়ামী লীগ নেতা এম এ কাদেরের মৃত্যুদণ্ড এবং তার স্ত্রী রুনুকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এ মামলায় বাকি আসামিরা খালাস পান।

দুই পক্ষই ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ে দণ্ডিত দুই আসামি খালাস পান। এ রায়ে দুজনকে খালাস করে দেয়া হাই কোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

মঙ্গলবার আদালতে আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দীলিরুজ্জামান।

উল্লেখ্য, ২০০০ সালের ১ জুলাই রাতে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার নিজ বাসায় খুন হন কলেজছাত্রী বুশরা। ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয় বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT