সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করতে পেন্টাগনকে তাগিদ
প্রকাশ: ১০:১৩ am ২০-০৭-২০১৭ হালনাগাদ: ১০:১৭ am ২০-০৭-২০১৭
 
 
 


চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করতে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে তাগিদ দিয়েছে মার্কিন সিনেট আর্মড সার্ভিস কমিটি। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবেই মার্কিন সিনেট কমিটির ওই নির্দেশনা বলে ধারণা করা হচ্ছে। ৬শ’র বেশি পৃষ্ঠার এক প্রতিবেদনে সিনেট আর্মড সার্ভিস কমিটি পেন্টাগণকে বাংলাদেশসহ তিনটি দেশের সমুদ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করার উদ্যোগ চালিয়ে যেতে বলেছে। ওই প্রতিবেদনে বলা হয়, কমিটি বিশ্বাস করে নতুন কর্তৃপক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষামন্ত্রী তার মন্ত্রণালয়ের সমুদ্র এলাকায় নিরাপত্তা উদ্যোগের আওতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি এ উদ্যোগের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে যেসব দেশের সক্ষমতা রয়েছে তার মধ্যে ভারতকেও অন্তর্ভুক্ত করা উচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউএস প্যাসিফিক কমান্ডের কমান্ডার (নেভি) অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিসের বাংলাদেশ সফরের পর সিনেটর জন ম্যাককেইনের নেতৃত্বে সিনেট আর্মড সার্ভিস কমিটির প্রতিবেদনটি প্রকাশিত হল। বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন অ্যাডমিরাল হ্যারিস। প্যাসিফিক কমান্ডের কমান্ডার হিসেবে প্রথম বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন্স ট্রেনিং পরিদর্শন করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, একটি সহিষ্ণু ও গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্য অর্জনে ঢাকা-ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র এ বিষয়ে স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ সেতু হিসেবে কাজ করে এবং দেশটি ওই অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির আশ্রয়স্থল। ওই মুখপাত্র আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলা থেকে শুরু করে শান্তিরক্ষা পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে। যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজমের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশ ও দেশের বাইরের সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT