রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
বাংলাদেশি হ্যাকার গ্রুপের ‘মিয়ানমার আক্রমণ’
প্রকাশ: ০৯:১৭ am ০৯-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:১৮ am ০৯-০৯-২০১৭
 
 
 


মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইট, কাস্টমস বিভাগ, তথ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ। রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে মিয়ানমারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। ‘সাইবার-সেভেন্টি-ওয়ান-বাংলাদেশি হ্যাকার’ নামে এই গ্রুপটি নিজেদের ‘এথিক্যাল হ্যাকার’ গোষ্ঠী বলে দাবি করে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছে গ্রুপটি। গ্রুপটির এক মুখপাত্র তানজিন আল-ফাহিম জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারা এই হামলার পরিকল্পনা করেন। তিনি দাবি করছেন, তাদের হামলার পর এসব সাইট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তারা এসব সাইটে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি সম্বলিত ব্যানার সেঁটে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে, ততদিন তারা মিয়ানমারে এ রকম সাইবার হামলা চালিয়ে যাবেন। ‘সাইবার-সেভেন্টি-ওয়ান’ এর আগেও বিভিন্ন দেশের সাইটে হামলা চালিয়েছে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যখন উত্তেজনা তৈরি হয়েছিল, তখন এই গ্রুপটি কয়েকটি পাকিস্তানি সাইট হ্যাক করেছিল। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বহুল আলোচিত ‘ফেলানি হত্যা’র ঘটনায় ভারতীয় কিছু সাইটেও হামলা চালিয়েছিল এ গ্রুপটি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT