শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
বগুড়ায় পাঁচজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১
প্রকাশ: ১০:১১ am ২৪-০৬-২০১৭ হালনাগাদ: ১০:১৩ am ২৪-০৬-২০১৭
 
 
 


সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে বগুড়া সদর ও শেরপুরে পাঁচজন এবং সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, কুষ্টিয়ার মিরপুর, ঢাকার আশুলিয়া, রাজশাহীর মোহনপুর ও মাগুরার শালিখায় একজন করে নিহত হয়েছে। আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :   বগুড়া : পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বাসের হেলপার প্রকাশ (২৫) ও ভ্যানচালক অনিল চন্দ্র (৪০)। দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে চারজন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস ও ট্যাঙ্কলরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কের কোনাবাড়ীর সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আসগর আলী। তিনি টাঙ্গাইল জেলার ভুয়াপুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্যাঙ্কলরি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়। গোপালগঞ্জ : আলাদা দুর্ঘটনায় নুরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ছয়জন। গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের চর প্রসন্নদী ও শহরের জেনারেল হাসপাতালের সামনে এসব দুর্ঘটনা ঘটে। অপরদিকে, সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে বালু বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে কমপক্ষ পাঁচজন আহত হয়। এ দুর্ঘটনার প্রতিবাদে ও হাসপাতালের সামনে গতিরোধক নির্মাণ এবং দিনের বেলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। কুষ্টিয়া : মিরপুরে আবদুস সাত্তার নামে এক ব্যবসায়ী নসিমন চাপায় মারা গেছে। গতকাল দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার কচুবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নসিমনে থাকা ১২টি ছাগলও এ সময় মারা পড়ে। আশুলিয়া : ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় বাসচাপায় ইমরান হোসেন (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা অডিটরিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক মোটরসাইকেল আরোহী আহত হয়। রাজশাহী : মোহনপুরে রাজশাহীর সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর আলী (৫৪) নিহত হয়েছেন। গতকাল সকালে মোহনপুরের বিদ্যাধরপুর কালীতলা ব্রিজের কাছে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন কারের চালক শরিয়ত হোসেন। নিহত ড. মনসুর আলী নওগাঁ জেলার ধামইরহাটের আক্কেল আলীর ছেলে। মনসুর আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজস্ব বাড়িতে বসবাস করতেন। আর আহত গাড়িচালক শরিয়ত হোসেন রাজশাহী নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে। মাগুরা : সীমখালীতে গতকাল বিকেলে নতুন নির্মিত বেইলি ব্রিজ দেখতে গিয়ে মশিউর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ বাসচাপায় মারা গেছেন। তিনি পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT