বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ২৬শে বৈশাখ ১৪৩১
Smoking
 
ফোর জি সেবার দরপত্রের বিজ্ঞপ্তির আদেশে বাধা নেই
প্রকাশ: ১২:৫৭ pm ১৪-০১-২০১৮ হালনাগাদ: ০১:০৯ pm ১৪-০১-২০১৮
 
 
 


মোবাইল ফোনে চতুর্থ প্রজন্মের (ফোর জি) সেবার দরপত্র এবং তরঙ্গ নিলামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা বিজ্ঞপ্তির হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

এর ফলে ফোরজি নিলামে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীর পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বাংলা লাইন কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত বৃহস্পতিবার ফোরজির দরপত্র এবং তরঙ্গ নিলামের জন্য আবেদন আহ্বান করে বিটিআরসির জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। পরে একই দিনে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

আজ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT