সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ১ডাকাত নিহত
প্রকাশ: ০৯:২৭ am ০৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৩২ am ০৩-০৭-২০১৭
 
 
 


ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ রুটি সোহেল (৩৪) নিহত হয়েছেন। সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

সোহেল ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার জাফর আহমদের ছেলে। তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ নম্বর আসামি। এ ছাড়া বিরিঞ্চি এলাকার ব্যবসায়ী আবু সাইদ হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, সোমবার ভোরে একদল ডাকাত শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT