শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের ঋণ আদায় বন্ধ থাকবেঃপ্রধানমন্ত্রী
প্রকাশ: ১২:০১ pm ২৬-০৮-২০১৭ হালনাগাদ: ১২:০৪ pm ২৬-০৮-২০১৭
 
 
 


ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের ঋণ আদায় বন্ধ থাকবে।শনিবার (২৬ আগস্ট) দুপুরে গাইবান্ধা তিনি এ কথা বলেন। তিনি বলেন, বন্যায় যারা ঘর-বাড়ি হারিয়েছে তাদের ঘর বানিয়ে দেয়া হবে । বন্যায় যাদের ফসল নষ্ট হয়েছে তাদের কৃষি ঋণ দেয়া হবে । বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এক বিঘা জমিতে রোপনের জন্য চারা বিতরণ করা হবে। এর আগে বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য গাইবান্ধা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি গাইবান্ধা পৌঁছান । এরপর তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যান ।  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রাজনৈতিক বিভিন্ন নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT