শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
পড়ালেখা শিখলেই কেবল মানুষের মতো মানুষ হওয়া যায়
প্রকাশ: ১১:০১ am ২৮-১২-২০১৭ হালনাগাদ: ১১:০৩ am ২৮-১২-২০১৭
 
 
 


কুষ্টিয়ায় বিজয় মেলার পুরস্কার বিতরনীতে এডিসি হাসান হাবীব 

এস এম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে এই মেলা শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় জেলার বিভিন্ন উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এবং চারু-কারু পণ্য ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র' প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও আলাদা আলাদা বিভিন্ন বিষয়ের উপর ষ্টল সাজানো হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) এর সহযোগীতায় স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা 'দিশা ' এই বিজয় মেলার আয়োজন করে। দিনশেষে বিকেলের দিকে বিভিন্ন প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হাসান হাবীব। এসময় তিনি বলেন, লেখাপড়ার কোন বিকল্প নেই। কারন পড়ালেখা শিখলেই কেবল মানুষের মতো মানুষ হওয়া যায়। আর তাই তোমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তোমরা ভালো করে পড়ালেখা করে নিজেকে উচ্চ পরিসরে পরিচিতি করে তুলবে। কারন তোমরাই আগামী ভবিষ্যৎ তোমরাই আগামীতে ডিসি,এসপি,ডাক্তার,ইঞ্জিনিয়ার হবে। আর তার জন্যে প্রয়োজন ভালো করে লেখাপড়া করার। বিজয়ের মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে এ মেলার আয়োজন করায় ধন্যবাদ দিশা সংস্থার ভুয়ষী প্রশংসা করেন অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে একনিষ্ঠ হলে এবং শিক্ষায় মনোনিবেশ করলে নিজেকে অন্যভাবে উপস্থাপন করে তুলতে পারে। ঘর,দরজা এবং তালার চাবীর কথা উল্লেখ করে তিনি বলেন, একটি চাবী দিয়ে পুরো ঘরকে আবদ্ধ করে রাখা যায়, ঠিক তেমনি সোনামনিদের ছোট মনের তালার চাবিকে বড় পরিসরে উপস্থাপন করতে হবে। দিশা সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখাইরুল ইসলাম, কলকাকলীর জেবুন নেসা সবুজ। পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিশা সংস্থার সহকারী নির্বাহী পরিচালক এমআর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিশা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) সুমন মেহেদী। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT