শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
পর্যায়ক্রমে সকল পাঠ্যবই নির্ভুল করা হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ: ০৪:০০ pm ১২-০৯-২০১৭ হালনাগাদ: ১১:০২ am ১৩-০৯-২০১৭
 
 
 


শিক্ষার মানোন্নয়ন চেষ্টা অব্যাহত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লাক্ষ্যে সকল পাঠ্যবই পর্যায়ক্রমে নির্ভুল ও সুখপাঠ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২০১৮ সালের জানুয়ারিতে নির্ভুল ও পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এ সব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নবম-দশম শ্রেণির ছয়টি পাঠ্য বইয়ের পরিমার্জিত কপি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পাঠ্যপুস্তক পরিমার্জন টিমের সদস্যগণ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রীর কাছে কয়েকটি বইয়ের পরিমার্জিত কপি হস্তান্তর করেন।   এ সময় মন্ত্রী বলেন, 'আজ নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বিষয়ের ১২টির বইয়ের মধ্যে ছয়টি পাঠ্য বইয়ের পরিমার্জিত কপি শিক্ষা মন্ত্রণালয়ে কাছে হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সকল পাঠ্যবইগুলোই নির্ভুল ও পরিমার্জিত করা হবে।'

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT