রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
নিত্যদিনের কাঁচা বাজার হবে এখন থেকে ই-কাঁচা বাজার থেকে
প্রকাশ: ১০:২৫ am ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ১০:২৮ am ২৯-০৭-২০১৭
 
 
 


ঢাকা শহরে ই-কাঁচাবাজার বাজার পৌঁছে দেবে বাসায়। ঢাকা শহরে রোদের খরতাপ, রাস্তার জ্যাম, বর্ষার কাদা আর খানাখন্দ পেরিয়ে পরিবারের জন্য বাজার করার কষ্ট আর ক্লান্তি কমাতে এবং সেই সঙ্গে পরিবারের দিনের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে ঢাকা শহরে এলো ই-কাঁচাবাজার। ই-কাঁচাবাজারের মতো এই সুন্দর উদ্যোগটি ২০১৬ সালের ডিসেম্বরে নিয়েছিল চার তরুণ। দেশসেরা তারুণ্য নিয়ে আয়োজিত ‘দুরন্ত বাংলাদেশ ২০১৬’ নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় টাইমজের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসনাত সোহাগ, মডেল ও অভিনেতা সিয়াম আহমেদ, ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী ও তরুণ সংগঠক মাহেবুব ইসলাম প্রিয় এবং ঢাবি ক্যারিয়ার ক্লাবের বর্তমান সহ-সভাপতি মুহাইমিনুল ইসলামের হাত ধরেই ই-কাঁচাবাজারের যাত্রা শুরু। শহরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে একটি অফিস আর ১৪ জন কর্মী নিয়ে ই-কাঁচাবাজারের কার্যক্রম চলছে। চার হাজারেরও বেশি পণ্যসমৃদ্ধ বাংলাদেশের প্রথম এই অনলাইন কাঁচাবাজার থেকে মোহাম্মদপুর, ধানমণ্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পল্টন, রাজারবাগ, রামপুরা, আফতাবনগর, গুলশান-১, বনানীসহ সর্বমোট ৫২টি জায়গায় বাজার পৌঁছে দেওয়া হয় দুই ঘণ্টায়। আর পৌঁছানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় সাইকেল। ই-কাঁচাবাজারে বাজারের চেয়ে কমদামে বাজার সরবরাহ করা হয় এবং পণ্য পৌঁছানোর জন্য কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না। আরেকটি বড় সুবিধা হচ্ছে ই-কমার্স ভ্যাটের আওতামুক্ত রাখায় গ্রাহককে বাড়তি পয়সা গুনতে হয় না। তারা তাদের পণ্যমানে খুবই সঙ্কল্পবদ্ধ এবং তাই কোনো পণ্য ভালো না লাগলে ফেরত দেওয়ারও সুযোগ করেছে ই-কাঁচাবাজারে। বাসার বাজারের পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট, হোস্টেল, হল আর ক্লাবের বাজারেও বেশ সাড়া পাচ্ছে ই-কাঁচাবাজার। এই ধরনের ক্রেতাদের ক্ষেত্রে বিশেষ মূল্যতালিকা তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই অনলাইন কাঁচাবাজারে তাজা শাকসবজি আসে নরসিংদী আর ভৈরব থেকে, দেশি মাছের সরবরাহ আসে ময়মনসিংহ সংশ্লিষ্ট অঞ্চল থেকে আর সামুদ্রিক মাছ আসে চট্টগ্রাম থেকে। দেশে বিদ্যমান বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ ও চুক্তি করায় চাল, ডাল, তেল, ময়দা, ঘি, চিনি, লবণসহ হাজারো পণ্য মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়েই কমদামে গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছে ই-কাঁচাবাজার। অর্ডার করতে পারেন ওয়েবসাইটে ekachabazar.com, আন্ড্রয়েড অ্যাপসে ekachabazar, হটলাইনে ০১৭০৪৪৪৯৯৪৪ অথবা অফিসের সঙ্গে যোগাযোগে ০২৫৫০১৩৩২২ আর দুই ঘণ্টায় বাজার বুঝে নিন।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT