রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ ১৪৩১
Smoking
 
নিউরো-এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছেন ইরফান
প্রকাশ: ০৪:৫৫ pm ১৮-০৩-২০১৮ হালনাগাদ: ০৫:২১ pm ১৮-০৩-২০১৮
 
 
 


ইরফান খান কয়েকদিন আগে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে জানিয়েছেন বিরল এক রোগে আক্রান্ত তিনি। ইরফান পোস্টের নিচে জানিয়েছিলেন দিন দশেকের মধ্যেই চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর নিজের রোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি। ইরফান তাঁর কথা রেখেছেন। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, সম্প্রতি একটি টুইটের মাধ্যমে ইরফান জানিয়েছেন নিউরো-এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি।

সাম্প্রতিক টুইটে ইরফান বলেন, ‘অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের আরো পরিণত করে তোলে, ঠিক যেমনটা গত ক’দিন ধরে আমার সঙ্গে ঘটছে। জানতে পেরেছি আমার নিউরো-এন্ডোক্রাইন টিউমার হয়েছে। সত্যিই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমার চারপাশে থাকা মানুষগুলোর ভালোবাসা আমাকে শক্তি জোগাচ্ছে। নিজের মনের জোরও রাখছি। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। সবাইকে অনুরোধ, পাশে থাকুন। যে পরিমাণ জল্পনা হচ্ছে রোগ নিয়ে, নিউরো শুনেই কেউ যেন ব্রেনের অসুখ না ভাবেন। সবচেয়ে সহজ, গুগল করে দেখে নিন। যারা আমার এই পোস্টটির অপেক্ষায় ছিলেন তাঁদের বলতে চাই আমি আশাবাদী, ফিরে এসে আবারও আপনাদের নতুন গল্প বলতে পারব।’

ইরফানের আসন্ন ছবি ‘ব্ল্যাকমেইল’-এর পরিচালক অভিনব দেও এ ব্যাপারে বলেন, ‘ইরফানের লড়াই করার ক্ষমতা রয়েছে। যা খবর সে আমাদের দিয়েছে, তাতে বলা যায় কোনো কিছুই সে আমাদের কাছে গোপন করেনি। তাই তাঁকে বাহবা দেওয়া উচিত। সে তাঁর চিকিৎসার ব্যাপারে বেশ আশাবাদী। আমরা আশা করছি দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে।’

ব্ল্যাকমেইল ছাড়াও দীপিকা পাডুকোনের বিপরীতে ‘স্বপ্না দিদি’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে ইরফানের। কিন্তু অসুস্থতার কারণে ছবির শুটিং থেকে দূরে রয়েছেন ইরফান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT