মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ২৪শে বৈশাখ ১৪৩১
Smoking
 
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : আইন মন্ত্রী
প্রকাশ: ০৩:৫৮ pm ২৫-০২-২০১৮ হালনাগাদ: ০৪:০০ pm ২৫-০২-২০১৮
 
 
 


আইনের উর্ধ্বে কেউ নয়। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। যেখানেই আইনের ব্যত্যয় ঘটবে সেখানেই সরকার কঠোর অবস্থান নেবে। এ হুশিয়ারি দিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে অতিরিক্ত অতিরিক্ত জেলা জজ ও জুডিশিয়ারি সার্ভিসের ১৩৯তম রিফ্রেশার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনেকেই বলছেন অর্থ লোপাটের ঘটনা ঘটেছে সেগুলোর কিছুই হচ্ছে না। এই বক্তব্য সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সবকিছুরই তদন্ত হচ্ছে। দোষীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। খালেদার জামিন আবেদন শুনানি শুরুর বিষয়ে তিনি বলেন, এটি আদালতের বিষয়। এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT