সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ত্রিদেশীয় সিরিজে অনলাইনের মাধ্যেমেও টিকিট কেনার সুযোগ
প্রকাশ: ০৫:২০ pm ০৯-০১-২০১৮ হালনাগাদ: ০৫:৩২ pm ০৯-০১-২০১৮
 
 
 


চলতি মাসের ১৫ তারিখ থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা কে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রতিটি ম্যাচ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এরই মধ্যে টিকেটের দাম এবং প্রাপ্তিস্থান নিধার্রণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের সুবিধার্থে অনলাইনের মাধ্যেমেও টিকিট কেনার সুযোগ রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন টিকিট সেলিং পার্টনার হিসেবে ‘সহজ ডট কম’র সঙ্গে চুক্তির করেছে বোর্ড। আগামী দুই তিন দিনের মধ্যে টিকেট ছাড়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি। অনলাইন ছাড়া দর্শকরা সশরীরে উপস্থিত হয়েও সংগ্রহ করতে পারবেন এ সিরিজের টিকিট।   ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজের টিকেটও পাওয়া যাবে www.shohoz.com এ। সেটার মূল্যও নির্ধারণ করেছে বিসিবি। এবার দর্শকদের আসনের ব্যাপারেও আছে কড়াকড়ি। কোনো দর্শক নিজের আসন বদলাতে পারবেন না। সশরীরে টিকেট: বিসিবির বুথগুলো থেকে টিকেট পাওয়া যাবে ম্যাচের আগের দিন। সশরীরে ঢাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে টিকেট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। সেই সঙ্গে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে ও এমএ আজিজ স্টেডিয়ামের কাছে টিকিট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনেও থাকছে টিকিট বিক্রয় কেন্দ্র। অনলাইনে টিকেট সংগ্রহের নিয়ম: আর অগ্রিম টিকিট কাটা যাবে www.shohoz.com থেকে। শুরুতে ৩০ থেকে ৪০ ভাগ টিকিট দেয়া হবে অনলাইনে। এরপর প্রয়োজন হলে আরো টিকিট দেয়া হবে অনলাইনে। টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। শিক্ষার্থীদের জন্য কলেজের আইডি কার্ড হলেও চলবে এবং একটা মোবাইল নাম্বার লাগবে। প্রতি মোবাইল নাম্বারের বিপরীতে আপনি সর্বোচ্চ তিনটি টিকেট কিনতে পরবেন। আর যে আইডি কার্ডটা দিচ্ছেন সেখানেও সর্বোচ্চ তিনটি টিকেট কিনতে পারবেন।'

একনজরে জেনে নিবো টিকেটের দাম:

ত্রিদেশীয় সিরিজ:

  • বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ : দুই হাজার টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
  • শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা
  • উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
  • পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ: প্রথম টেস্টের টিকেটের দাম
(জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)

  • গ্রান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
  • আন্তর্জাতিক গ্যালারি: ৩০০ টাকা
  • ক্লাব হাউজ: ২০০ টাকা
  • পশ্চিম গ্যালারি: ৮০ টাকা
  • পূর্ব গ্যালারি: ৫০ টাকা

দ্বিতীয় টেস্টের টিকেটের দাম
(শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)

  • বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ : এক হাজার টাকা
  • গ্রান্ড স্ট্যান্ড : ৫০০ টাকা
  • ভিআইপি স্ট্যান্ড: ৩০০ টাকা
  • শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ২০০ টাকা
  • উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৮০ টাকা
  • পূর্ব স্ট্যান্ড: ৫০ টাকা

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ: প্রথম টি-টুয়েন্টি ম্যাচের টিকেটের দাম
(শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)

  • বিসিবি আন্তর্জাতিক স্ট্যান্ড: দুই হাজার টাকা
  • গ্রান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
  • ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
  • শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা
  • উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
  • পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা

দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের টিকিটের দাম
(সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)

  • গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
  • ক্লাব হাউজ: ৩০০ টাকা
  • গ্রিন হিল এরিয়া: ১০০ টাকা
  • ওয়েস্টার্ন স্ট্যান্ড: ১৫০ টাকা
  • ইস্টার্ন স্ট্যান্ড: ১০০ টাকা
 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT