রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ঢাকায় উবারের 'প্রিমিয়ার' সেবা চালু
প্রকাশ: ১০:৫৩ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ১১:০৯ pm ১৬-০৯-২০১৭
 
 
 


বিশ্বের সবচেয়ে বড় ও অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি তাদের মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক আরও উন্নত করতে 'প্রিমিয়ার' নামের একটি সেবা চালু করেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর এই সুবিধা যুক্ত করার ফলে যাত্রীরা উপভোগ করতে পারবেন বিজনেস ক্লাস রাইড। প্রিমিয়ারে রাইডের ক্ষেত্রে যাত্রীরা প্রিমিয়াম কোয়ালিটির সেডান গাড়ি ও বিশেষভাবে প্রশিক্ষিত চালকদের সেবা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে পরীক্ষামূলকভাবে চালুর পর যাত্রী ও চালক কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় 'প্রিমিয়ার' সেবা চালু করা হলো। সেবাটি পেতে উবারের অ্যাপ চালু করে গন্তব্য উল্লেখ করে স্ক্রিনের নীচের অংশে বিভিন্ন ধরনের রাইড অপশন থেকে 'প্রিমিয়ার' বেছে নিতে হবে। এরপর পিক আপ পয়েন্ট নিশ্চিত করে যাত্রীরা উপভোগ করতে পারবেন বিজনেস ক্লাস রাইড। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে ঢাকায় উবার চালু হয় এবং বাংলাদেশে চালক ও যাত্রী উভয়ের কাছ থেকে এটি দারুণ সাড়া পেয়েছে। এখন প্রযুক্তির ব্যবহার উবারকে সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা প্রদান করতে সক্ষম করেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT