শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ট্রাম্প কন্যার নৈশভোজের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খান
প্রকাশ: ০৫:০২ pm ২৯-১১-২০১৭ হালনাগাদ: ০৫:০৫ pm ২৯-১১-২০১৭
 
 
 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প তিন দিনের সফরে বর্তমানে ভারতে রয়েছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হওয়া 'গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে' (জিইসি) অংশ মঙ্গলবার (২৮ নভেম্বর) হায়দরাবাদ পৌঁছেছেন তিনি। ভারত সরকার ইভাঙ্কার জন্য জমকালো নৈশভোজের আয়োজন করেছে। হায়দরাবাদের ফলকনামা প্যালেসে এই নৈশভোজ আয়োজনের দায়িত্ব নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সেখানে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নৈশভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ভারতের জনপ্রিয় তারকা শিল্পীরা এতে অংশ নেবেন। এরই মধ্যে শাহরুখ জমকালো এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজকীয় নৈশভোজ আয়োজনের পরিকল্পনা সম্পন্ন করেছেন। শাহরুখ ইভাঙ্কার জন্য আয়োজিত নৈশভোজের মেন্যুতে মোরগ পিস্তা কা সালান, সীতাফল কুলফি, দই কাবাব, গোশত সিকমপুরি কাবাব ও কুবানি কে মালাই কোফতা রেখেছেন। এদিকে এক টুইট বার্তায় ভারতের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা ব্যক্ত করেছেন ট্রাম্প কন্যা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের বক্তৃতার একটা বড় অংশ জুড়েও ছিল ভারতের প্রতি মুগ্ধতা। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে' (জিইসি) এর উদ্বোধন যাতে ইভাঙ্কার হাতে হয়, সেই অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT