শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
টাঙ্গাইলে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড
প্রকাশ: ১২:৪৬ pm ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ১২:৫৫ pm ০৮-০৮-২০১৭
 
 
 


টাঙ্গাইলে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১২ আসামির মধ্যে ৮জন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা  পলাতক।   মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজনের বাবা লাল মিয়া সরকার ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT