শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
খাদেম রহমত আলী হত্যা মামলার ১২ জেএমবির বিচার শুরু
প্রকাশ: ১১:৩৪ am ২৮-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৩৬ am ২৮-০৮-২০১৭
 
 
 


কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার ১২ জেএমবির বিচার শুরু হয়েছে। গতকাল রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর মধ্য দিয়ে এই বিচার শুরু হল। মামলার বাদী নিহত রহমত আলীর বড় ছেলে শফিকুল ইসলামের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে নয় জঙ্গিকে আদালতে আনা হয়। তারা হল-মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব, সাদাত ওরফে রতন সরোয়ার, হোসেন ওরফে সাবু ও তৌফিকুল ইসলাম। বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, নিহত রহমত আলীর বড় ছেলে ও মামলার বাদী শফিকুল ইসলাম আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তার বাবা রহমত আলী তরিকত ও পীরে বিশ্বাসী ছিলেন বলেই জেএমবির জঙ্গিরা তাকে হত্যা করে। এই হত্যা মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে জঙ্গি বাইক হাসান ও সাদ্দাম হোসেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি ১২ জনের মধ্যে ৯ জঙ্গি গ্রেফতারের পর থেকে কারাগারে আছে। এছাড়া তিন জঙ্গি এখনও পলাতক। তারা হল চান্দু মিয়া, রাজিবুল ইসলাম ওরফে বাদল ও বাবুল আখতার। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রহমত আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর বাজারে ওষুধের দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে জঙ্গিরা পথরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT