সোমবার, ০৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ ১৪৩১
Smoking
 
কুড়িগ্রামে শীতার্তদের পাশে " ইয়ুথস ফর দ্য নেশন ''
প্রকাশ: ১১:২৮ am ১৩-১২-২০১৭ হালনাগাদ: ১১:৫৫ am ১৩-১২-২০১৭
 
 
 


মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সোমবার  'ইয়ুথ ফর দ্য নেশন' গমেক শাখার শিক্ষার্থীরা কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ী চরে দুপুর ৩টার দিকে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের আগমন বেশ আগেই হয়েছে।শীত জেকে বসেছে এই জেলার মানুষদের।কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যা এইবারের শীতের দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে।

শীতে আক্রান্ত এইসব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার অর্থ নেই।শীতে নানা ধরনের রোগের আগমন বাধিয়েছে নানা বিপত্তি।অসহায় মানুষদের শীতের উঞ্চতা দিতে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ (গমেক) শাখার উদ্যোগে"ইয়ুথস ফর দ্য নেশন" টিম কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ী চরে গতকাল ২৩০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এসময় ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা.নাজমুল,ডা.আশেকা আক্তার,ডা.খালেদ,জাকির হোসেন মানিক,যুবায়ের সোহাগ সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে ডা.নাজমুল হোসাইন জানান,আমাদের টিম বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য অবস্থান করছে।গতকাল কুড়িগ্রাম আমরা ২৩০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ শেষ করি। আজ লালমনিরহাট,নীলফামারী জেলায় ২২০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে।

উল্লেখ্য ইয়ুথস ফর দ্য নেশন এই বছর ৫০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।যার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ২৫০০  পরিবারের মাঝে গত মাসে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT