শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
কুমিল্লায় বাজারে আগুন, দোকানের শিশু কর্মচারীর মৃত্যু
প্রকাশ: ১১:৪৫ am ০৩-০৬-২০১৭ হালনাগাদ: ১১:৪৭ am ০৩-০৬-২০১৭
 
 
 


কুমিল্লার কংশনগর কাপড় বাজারে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ দোকানে আটকা পড়ে নাজমুল হোসেন খোকন (১২) নামে এক শিশু দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

খোকন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার পুত্র। শনিবার ভোরে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ ঘটনা ঘটে। আগুনে বাজারের দেড়শতাধিক দোকান পুড়ে গেছে। এতে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার জানান, ওই বাজারের আলী আহাম্মদের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আলী আহাম্মদের কর্মচারী নাজমুল তালাবদ্ধ দোকানে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মশার কয়েল থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT