শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
কানাডার ১৫০ বছর উপলক্ষে গানে গানে মাতালেন তপন চৌধুরী
প্রকাশ: ০১:১১ pm ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০১:১৫ pm ০৮-০৮-২০১৭
 
 
 


গতকাল ৭ আগস্ট কানাডার ১৫০ বছর উপলক্ষে কানাডা-বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজন করে দিনব্যাপী জমজমাট মেলা। এই মেলায় গানে গানে মাতালেন তপন চৌধুরী। অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিনের অংশ নেয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তিনি আসতে পারছেন না বলে জানিয়েছেন আয়োজকরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো অংশ নেন কানাডা প্রবাসী বাংলাদেশি শিল্পী এবং ব্যান্ড। এছাড়াও ভারতীয়, নেপালী, রুয়ান্ডা, শ্রীলঙ্কান এবং কানাডিয়ান ব্যান্ড সঙ্গীত তারকারা।

জানা গেছে, আগামী ১৯ আগস্ট মন্ট্রিয়লের মেট্রো পার্কের কানাডার ১৫০তম কনফেডারেশন উৎসব উদযাপন ‘রঁ দ্যে ভু’তে  গান গাইবেন তপন চৌধুরী।

এদিকে রবিবার টরেন্টোস্থ হোপ ইউনাইটেড চার্চে রবি ঠাকুরের কবিতা ও গান নিয়ে ‘বিমল আনন্দে জাগো' শীর্ষক অনুষ্ঠানে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশের আবৃত্তিকার বেলায়েত হোসেন এবং কানাডা প্রবাসী শিল্পী নাহিদ কবির কাকলি।

অপর দিকে সদ্য প্রয়াত শিক্ষাবিদ ডঃ করুণাময় গোস্বামী ও সঙ্গীতজ্ঞ সুধীন দাশের স্মরণে টরন্টোয় কানাডা উদীচী আয়োজন করে এক নাগরিক স্মরণসভা। তাঁদের দু’জনের জীবন ও কর্মের আলোচনা করা হয় টরন্টোর ড্যানফোর্থের মিজান অডিটোরিয়াম কমপ্লেক্সে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT