শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হলেন অথৈ
প্রকাশ: ১২:৫১ pm ১৮-১১-২০১৭ হালনাগাদ: ০৫:০৮ pm ১৮-১১-২০১৭
 
 
 


কম্বোডিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭-এর গ্র্যান্ড ফিনালে আগামী ১৯ ডিসেম্বর। বিভিন্ন দেশ থেকে নির্বাচিত একশো মিস ইউনিভার্সিটি চূড়ান্ত লড়াইয়ের জন্য অংশ নেবেন।

২৩ নভেম্বর ১০০ সুন্দরী নিয়েইন্টারন্যাশনাল গ্রুমিং শুরু হবে কোরিয়াতে। বাংলাদেশ থেকেও একজন এবার এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।

এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়েছিল।

গতকাল শুক্রবার  সন্ধ্যা ৬টায় চ্যানেল আই ভবনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত  করা হয়েছে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশকে। ১০ জন নির্বাচিত হলেও, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেরা ১৫ সুন্দরী।  করছেন নাচের মহড়াও। তাঁদের নাচের কোরিওগ্রাফি করেছেন আয়ান।

এবারের বিশ্ব মিস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১৭ গ্র্যান্ড গালা রেজাল্ট:
প্রথম হয়েছেন মিস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১৭ তাহমিনা আক্তার অথরি। অথরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অনার্স, ড্রামাটিক্স, ২০১৭) ।
 প্রথম রানার্স আপ: তাহসিন ওয়াজেদ এশা - তাহসিন ওয়াজেদ এশা-নর্থ সাউথ ইউনিভার্সিটি (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)
২য় রানার আপ হয়েছেন ফাতিমা ইয়াসমিন লিয়া। সে রপ্তানিকারক বিশ্ববিদ্যালয় ফ্যাশন ও প্রযুক্তি বিভাগের ছাত্রী।

বাংলাদেশে এবারের প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ছিলো অপূর্ব ডটকম। প্রতিষ্ঠানটির কর্ণধার আলোকচিত্র শিল্পী অপূর্ব আবদুল লতিফ। ইভেন্ট পার্টনার টেলিপ্রেস।

এবার যিনি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি  হবেন তিনি সারা বিশ্বের জাতীসংঘের প্রতিনিধি হয়ে ছড়াবেন শান্তির বার্তা। গত ২৮ বছর ধরে জাতীসংঘের পৃষ্ঠপোষকতায় এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার  প্রতিযোগিতার ২৯তম আসর অনুষ্ঠিত হবে।  

জাতিসংঘ সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। তাই তাদের পিস কিপিং প্রজেক্টে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পডুয়া মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে খুঁজে বের করা হবে এমন একজনকে যিনি শুধু সৌন্দর্যেই বিচারেই নয়, সেই সাথে পড়াশোনা, সংষ্কৃতি এবং সামাজিক ক্ষেত্রেও স্বাক্ষর রাখবেন নিজের মেধার।

এবারের ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশের গ্রুমিং ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এয়ার লাইন্স পার্সোনালিটি হানিফ জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব রাশেদা রওনক খান, নিউজ প্রেজেন্টার ফারজানা করিম, নর্থ সাউথ ইউনিভার্সিটির মুখপাত্র ডেপুটি ডিরেক্টর বেলাল আহমেদ, মিডিয়া পার্সোনালিটি রাজু আলীম, নৃত্য কোরিওগ্রাফার পূজা সেনগুপ্ত, ফ্ল্যাগ গার্ল প্রিয়তা ইফতেখার, মডেল এবং প্রেজেন্টার ইমতু, মডেল অন্তু করীম, সুপার মডেল এবং অভিনেত্রী হিমি, কোরিওগ্রাফার কারু কৃশান ও আমান প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT