শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড
প্রকাশ: ০১:১৬ pm ৩১-১০-২০১৭ হালনাগাদ: ০১:১৯ pm ৩১-১০-২০১৭
 
 
 


গাজীপুরের কাপাসিয়ায় উজ্জল চন্দ্র মনিদাস ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত । একই সঙ্গে আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন । অপর আসামি ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয় । নিহত উজ্জল চন্দ্র মনিদাসে বাবার নাম শ্রী অর্জুন চন্দ্র মনি দাস। বাড়ি কাপাসিয়া । মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের কাপাসিয়ার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩) এবং তরগাঁও মধ্যপাড়া এলাকার মোস্তফার ছেলে মো. শাকিল (২০) ।   জানা যায়, নিহত উজ্জল চন্দ্র মনিদাসের ভাতিজির সঙ্গে আসামি সঞ্জীবন চন্দ্র মনিদাস প্রেমের সম্পর্ক ছিল । এ সম্পর্কে বাধা হয়ে দাড়ায় উজ্জল । ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জলকে স্থানীয় শ্বশানঘাট ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন চন্দ্র মনিদাস । পরে উজ্জল চন্দ্র মনিদাসকে গলাকেটে হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ওই সময় উজ্জল চন্দ্র মনিদাসের ব্যবহৃত মোবাইল ফোনটি অপর আসামি ভবতোষ মল্লিকের কাছে বিক্রি করে । ঘটনার দু’দিন পর ১৯ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে উজ্জল চন্দ্র মনিদাসের মরদেহ উদ্ধার করে পুলিশ । এ ব্যাপরে নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT