শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
উদ্যোক্তা লাক্স সুন্দরী ঊর্মি
প্রকাশ: ১২:২১ pm ২৯-১১-২০১৭ হালনাগাদ: ১২:২৩ pm ২৯-১১-২০১৭
 
 
 


তাওহীদ হাসান, ঢাকা: লাক্স চ্যানেল আই 'সুপার স্টার' ২০০৭ সালের স্টার, ঊর্মি মাহবুব, উদ্যোক্তা হিসেবে নতুন আত্ম প্রকাশ করেছেন। ধানমন্ডিতে "থালি" নামের এক রেস্টুরেন্ট খুলেছে তিনি। রেস্টুরেন্টটিতে বেশ কিছু বৈচিত্র আনা হবে বলে জানা গেছে।

টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপন এমনকি চলচ্চিত্রেও অভিনয় করে খ্যাতি পেয়েছেন ঊর্মি। এবার উদ্যোক্তা হিসেবে নতুন চ্যালেঞ্জ হাতে নিয়েছেন।

"থালি" রেস্টুরেন্টটিতে সুপরিসর স্থান, মনকরা ইন্টেরিয়র ও শিশুদের জন্য অত্যাধুনিক প্লে-যেন  রাখা হয়েছে। বিশেষ আকর্ষণ, ভারত থেকে আনা প্রধান পাচক। বিরিয়ানি প্রেমীদের প্রথম পছন্দ- হায়দ্রাবাদি বিরিয়ানি থাকছে ম্যানুতে। ডালমাখানি আর গাজরের হালুয়া, রেস্টুরেন্টটির রন্ধন শিল্পকে  অন্য এক পর্যায়ে নিয়ে যাবে। সব মিলিয়ে ঢাকায়  কর্মব্যস্ত মানুষের প্রিয়জন নিয়ে সময় কাটানোর পেয়ারী স্থান হবে এটি। সাইন্সল্যাব সিটি কলেজ পার হয়ে সীমান্ত স্কয়ার পৌঁছানোর পথেই, ধানমন্ডি- ২ এ  পরবে  "কাজী টাওয়ার"  যার ৬- তলায় অবস্থিত "থালি" রেস্টুরেন্ট।

সর্বজনের কথা চিন্তা করেই মূল্য সাধ্যের মধ্যে রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর পূর্নাঙ্গ ম্যেনু পাওয়া যাবে। পরিবেশনা, অভ্যন্তরীণ সাজসজ্জা, নির্মল পরিবেশ, খাবার মান, স্বাদ, আতিথেয়তা সব কিছুই "থালি" রেস্টুরেন্ট'কে আলাদা করে তুলবে।

রেস্টুরেন্টটির লাভের একটি অংশ এতিমদের মাঝে দেয়া হবে বলে যান গেছে ।

রেস্টুরেন্ট- 01841-551156

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT