রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আসছে গ্রুপ ভিডিও কল ফেসবুক মেসেঞ্জারে
প্রকাশ: ০৫:৩৫ pm ২১-১২-২০১৬ হালনাগাদ: ০৫:৩৯ pm ২১-১২-২০১৬
 
 
 


সামনে বেশ কয়েকটা বড় উৎসব যেমন: ক্রিসমাস ডে, থার্টি ফাস্ট নাইট, নিউ ইয়ার। এসব উৎসবে এবার মোবাইল টাওয়ারে ভিডিও কলের জ্যাম লেগে যেতে পারে। কারণ স্মরণীয় মুহূর্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ভিডিও কল সুবিধা চালু হয়েছে।

ফেসবুক মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণ আপডেট করলেই গ্রুপ ভিডিও কলিং ফিচারটি পাওয়া যাবে। নতুন এই ফিচারের আওতায় এক সঙ্গে ৬ জন বন্ধুর সঙ্গে ভিডিও কল করা যাবে। গ্রুপ ভিডিও কলিংয়ের সময় স্ন্যাপচ্যাটের মতো অ্যানিমেটেড মাস্কও মুখে যুক্ত করা যাবে। ৬ জনের সঙ্গে একই স্ক্রিনে ভিডিও কল সুবিধার পাশাপাশি গ্রুপে ৫০ জন বন্ধুকে অ্যাড করা যাবে এবং তাদের সবার সঙ্গে ভয়েস কল করা যাবে।

২০১৫ সালে ফেসবুক ভিডিও কলিং সুবিধা চালু করেছিল। এ বছরের এপ্রিলে চালু করেছিল গ্রুপ ভয়েস কলিং সুবিধা। ফেসবুক মেসেঞ্জারে বর্তমানে মাসে সাড়ে ২৪ কোটি ব্যবহারকারী ভিডিও কলিং ফিচার ব্যবহার করছে। এবার গ্রুপ ভিডিও কলিং সুবিধা যুক্ত হওয়ায়, ব্যবহারকারীদের কাছে ফেসবুক মেসেঞ্জার আরো জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। এবং প্রতিদ্বন্দ্বিতায় পড়বে স্কাইপে এবং হ্যাংআউট।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT