সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আরও দুটি নিয়মিত হজ ফ্লাইট বাতিল
প্রকাশ: ০২:৫৩ pm ১৭-০৮-২০১৭ হালনাগাদ: ০৪:১৬ pm ১৭-০৮-২০১৭
 
 
 


যাত্রীসংকটের কারণে আরও দু'টি দুটি নিয়মিত হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজকের (বৃহস্পতিবার) ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩ ফ্লাইট দু'টি বাতিল হয়েছে।   বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) ভিসা জমা দেওয়ার শেষ দিন হলেও ৪ হাজার ৭৭৬ জন হজযাত্রীর পাসপোর্ট হজ কার্যালয়ে জমা পড়েনি। বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সৌদি আরবে হজে যেতে হজযাত্রীদের পাসপোর্ট বাংলাদেশের সৌদি দূতাবাসে জমা দেওয়ার আজই (বৃহস্পতিবার) শেষ দিন। তাই আজকের মধ্যেই সব পাসপোর্ট জমা পড়তে হবে। তা না হলে হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে ভিসা পাবেন না। প্রসঙ্গত, গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। প্রথম দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২০ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের মোট ২৯টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে। এর মধ্যে বিমানেরই ২৫টি ফ্লাইট বাতিল হলো। এভাবে ফ্লাইট বাতিলের কারণে বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT