বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ০৯:৪০ am ০৮-০২-২০১৮ হালনাগাদ: ০৯:৪৭ am ০৮-০২-২০১৮
 
 
 


বাংলাদেশের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগ। হ্যাটট্রিক জয়ের মিশন নিয়ে নির্বাচনী প্রচারণার জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার সেই জনপদে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৩০ জানুয়ারি সিলেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বরিশাল যাচ্ছেন তিনি।

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে ঘিরে পুরো নগরীতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দলের নেতাকর্মীদের মতে, আগামীকাল আওয়ামী লীগের সমাবেশে জনতার ঢল নামবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে বরিশালে প্রথম সফর এটি।

বুধবার বিকেলে বরিশাল ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। বরিশাল জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে সাজ সাজ রব পড়েছে। সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। বৃহস্পতিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভা হবে।

জনসভা সফল করার লক্ষ্যে এবং স্মরণকালের সবচেয়ে বেশি লোকসমাগম নিশ্চিত করতে দুই সপ্তাহ ধরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একের পর এক প্রস্তুতি ও মতবিনিময় সভা হয়েছে। বরিশাল বিভাগের বাকি পাঁচ জেলা- পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ভোলা ও পিরোজপুরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন জনসভা সফল করতে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরাও দলীয় প্রধানের জনসভায় সর্বোচ্চ শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে তার কোনো ছাপ পড়েনি।

জনসভাস্থলের আয়োজন দেখতে বিকেল থেকে দলের নেতাকর্মীরা ভিড় করছেন। জনসভাস্থলের আশপাশের প্রধান সড়কগুলো তোরণ, ব্যানার, ফেস্টুন, রঙবেরঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

বঙ্গবন্ধু উদ্যানের বিশাল মাঠে বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটা প্রধানমন্ত্রীর বরিশালে প্রথম সফর। এর আগে ২০১২ সালের ২১ মার্চ বরিশাল সফর করেন তিনি। সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ সভাপতিত্ব করবেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন প্রকল্পরের উদ্বোধন করবেন সেগুলো মধ্যে মধ্যে রয়েছে- বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল একাডেমিক ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরেবাংলা হল, বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ), বরিশালবাসীদের জন্য নবনির্মিত ডরমেটরি ভবন।

বরিশাল সদরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আধুনিকায়ন ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প, বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্প, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (বি-টাইপ), মেহেন্দিগঞ্জ থানা কমপেক্স ভবন; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় আগৈলঝাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গৌরনদী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উজিরপুর উপজেলার হারতা-বানারীপাড়া বর্ডার রাস্তায় ২৮০ মিটার প্রি-স্ট্রেস গার্ডার ব্রিজ, বানারীপাড়া উপজেলাধীন চৌমোহনা জিসি-বানারীপাড়া হেড কোয়ার্টার ভায়া বিশারকান্দি, ওমারের পাড় রাস্তায় নান্দুগার নদীর ওপর ২৯০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জ ব্রিজ।

জেলা পরিষদের আওতাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের আওতায় বরিশালে সদরে অবস্থিত ৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার, ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন আলু বীজ হিমাগার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বরিশাল নগরের রুপাতলী এলাকায় ১৬ এমএলডি শোধন ক্ষমতাসম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৩১ শয্যাবিশিষ্ট মেহেন্দিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন শহীদ আরজু মনি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক সাত তলা দুটি একাডেমিক ভবন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, হিজলা ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, হিজলার সংহতি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জের উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন। বরিশাল সিটি করপোরেশনের আওতায় বঙ্গবন্ধু অডিটরিয়াম ভবন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বরিশাল সদরের কড়াপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন করা হবে। পাঁচটি প্রকল্পের নাম এখনো জানা যায়নি।

ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে রয়েছে- বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন বরিশাল পুলিশ সুপার (এসপি) অফিস নির্মাণ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স নির্মাণ, নারী কারারক্ষীদের বাসভবন নির্মাণ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় নির্মাণ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ, মুলাদী থানা ভবন নির্মাণ, বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল নির্মাণ প্রকল্প।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT