সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আজ ত্রিদেশীয় সিরিজে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
প্রকাশ: ১০:৪৭ am ২৭-০১-২০১৮ হালনাগাদ: ১১:০১ am ২৭-০১-২০১৮
 
 
 


আজ (শনিবার) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওইদিনও লঙ্কানদের বিপক্ষে চার পেসারের উপর ভরসা রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেরনে এমনটিই জানিয়েছেন ক্যাপ্টেন ম্যাশ।  শুক্রবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের কম্বিনেশন নিয়ে কথা বলেন মাশরাফি। তিনি জানান, ফাইনালেও চারজন পেস বোলার থাকছে। এমন না যে একজন ব্যাটসম্যান বাড়িয়ে দেব। হয়তো মানুষটা চেঞ্জ হতে পারে কিন্তু পেসারের জায়গায় পেসারই খেলাব। তবে স্পিনার হিসেবে সাকিব তো অবশ্যই থাকবে। সঙ্গে একজন খেলে আসছিল। ওখান থেকে বেরোনোর সুযোগ নেই। স্পিনার একজন থাকবেই। দীর্ঘদিন পর দলে ফেরা নাসিরকে দলে রাখা না রাখার ব্যাপারে মাশরাফি জানান, অ্যাডিশনাল স্পিনার কাম ব্যাটসম্যান হিসেবে নাসির খেলেছিল। তো ফাইনালে কে আসবে এখনও শিওর না।চারটা না তিন পেস বোলার খেলাব, এটার জন্যআলোচনার ব্যাপার আছে। তবে আমরা একটা ম্যাচ হারার পর পুরো ব্যাপারটা এলোমেলো করার ইচ্ছা নেই। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT