রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আগস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে মোবাইল অ্যাপ ইজিয়ার
প্রকাশ: ১২:১০ pm ১১-০৭-২০১৭ হালনাগাদ: ১২:১৪ pm ১১-০৭-২০১৭
 
 
 


দেশি উদ্যোক্তা ও দেশি প্রযুক্তিবিদদের তৈরি আন্তর্জাতিক মানের মোবাইল অ্যাপ তৈরি করছে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড। আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে মোবাইল অ্যাপ ইজিয়ার। যেটি স্মার্ট ফোনে ইনস্টল করে অতি সহজেই গাড়ি, বাইক কিংবা অ্যাম্বুলেন্স অন ডিমান্ড বুক করা যাবে। এ ছাড়া প্রিজারভেশনের অপশন দিয়ে দূর যাত্রার জন্য গাড়ি বুকিং দিলে সময় মতো গাড়ি হাজির হয়ে যাবে দরজায়। আর গুগল প্লে-স্টোর থেকে ezzyr নামের অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে এবং শিগগিরই অ্যাপল প্লে-স্টোরেও পাওয়া যাবে। ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন বলেন, আমরা পুরোপুরি দেশি উদ্যোক্তা এবং এতে সম্পূর্ণ দেশি প্রযুক্তিবিদের মেধা ব্যবহার হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। সেপ্টেম্বর মাস থেকে ঢাকায় এই অ্যাপভিত্তিক গাড়ি ও বাইক শেয়ারিং সার্ভিসের বাণিজ্যিক যাত্রা শুরু হবে, যা এ বছরই পরের ধাপে চট্টগ্রাম ও সিলেটে শুরু করা হবে। আগামী দুই মাসে আমরা যত সম্ভব গাড়ি ও প্যাসেঞ্জারদের আগ্রহী করে তোলার চেষ্টা করব রেজিস্ট্রেশন করার জন্য। যারা প্রথম দিকে রেজিস্ট্রেশন করবেন, তাদের সবার জন্যই কিছু ছাড় থাকবে বছর জুড়ে। তিনি আরও বলেন, গুগল প্লে-স্টোরে বুুুত্ দিয়ে সার্চ করলেই চলে আসবে দুটি অ্যাপ-ezzyr driver শুধু যারা গাড়ি দিতে ইচ্ছুক তাদের এবং ezzyr শুধু প্যাসেঞ্জারদের জন্য। এ ছাড়া www.ezzyr.com-এ প্রবেশ করে কম্পিউটার থেকেও রেজিস্ট্রেশন করা যাবে সহজে। আর ঢাকা শহরে শুধু গাড়ি ও বাইক চলন্ত অবস্থায় থাকলে ট্রাফিক জ্যাম অনেকাংশে কমে যাওয়া ছাড়াও যাদের গাড়ি নেই তারা পরিবার নিয়ে একটু আরামে যাতায়াত করতে পারবেন। এ ছাড়া দ্রুত বহনের জন্য বাইক সার্ভিসেও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT