রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আইসিটি বিভাগের হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধার
প্রকাশ: ০৯:৫৮ am ১৮-০৬-২০১৭ হালনাগাদ: ১০:০১ am ১৮-০৬-২০১৭
 
 
 


বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হ্যাক হওয়া ওয়েবসাইট (http://www.ictd.gov.bd)  উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ৩টার দিকে সাইটটি হ্যাকড হবার পর বিকেল পৌনে পাঁচটার দিকে আবার তা চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। আবু নাসের আরও বলেন, বাংলাদেশের ও ভারতের কিছু হ্যাকার পাল্টাপাল্টি কিছু ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা করেছে। গত বছর সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ২০১২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল হ্যাকার গ্রুপ। শনিবার দুপুরে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটি হ্যাকিংয়ের শিকার হয়। এ সময় ওয়েবসাইটটিতে ঢুকতে গেলে সমস্যা হচ্ছিল। সেখানে হ্যাকররা ঝুলিয়ে দেয়া বার্তায় ইংরেজিতে লিখেছে, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’ ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে যে, সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে এবং তারা ভারতীয়। তাদের গ্রুপের নাম লুলজসেক ইন্ডিয়া।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT