বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ১৯শে বৈশাখ ১৪৩১
Smoking
 
আগামী পাঁচ বছরে ৫০০ নতুন উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল
প্রকাশ: ১০:২৫ am ১১-০৮-২০১৭ হালনাগাদ: ১০:২৭ am ১১-০৮-২০১৭
 
 
 


নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে শতভাগ বৃত্তিসহ আগামী পাঁচ বছরে ৫০০ নতুন উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই প্রকল্প বিশ্ববিদ্যালয়টির এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ পরিচালনা করবে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আর ইউ দ্য নেক্সট স্টার্টআপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা এ তথ্য জানান। তিনি বলেন, প্রতি সিমেস্টারে মোট ২০ জন শিক্ষার্থী নেওয়া হবে। যাদের মধ্যে প্রথম আটজনকে দেওয়া হবে ১০০ ভাগ বৃত্তি। দ্বিতীয় ছয়জন পাবেন ৭৫ শতাংশ এবং তৃতীয় ছয়জন পাবেন ৫০ শতাংশ বৃত্তি। বৃত্তির জন্য শুধু এইচএসসি পাস শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। আবেদনের তথ্য ওয়েবসাইট থেকে হবীঃ-next-startup.net জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, এন্ট্রাপ্রেনিউরশিপ থেকে পাস করার পর কেউ বেকার থাকবে না। কারণ উদ্যোক্তা হওয়ার সবকিছু তারা শিখে যাচ্ছে। বিভিন্ন ধরনের ব্যবসা শুরুর পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু, জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT