বুধবার, ০৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়া জেলায়
"সেবা" খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী মৌবন
প্রকাশ: ১২:১২ pm ১১-১২-২০১৭ হালনাগাদ: ১২:১৪ pm ১১-১২-২০১৭
 
 
 


জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে যশোরে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত

এস এম জামাল, কুষ্টিয়া : ২০১৫-১৬ অর্থ বছরের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী কুষ্টিয়া জেলায় "সেবা" খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে "মৌবন মাশালা" কে  সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। রোববার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মৌবন এর জেনারেল ম্যানেজার মো: মোশাররাফুল হক বকুলের হাতে এই সম্মাননা পত্র তুলে দেন অতিথিবৃন্দ। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতকরণে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এসময় তিনি বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য রাজস্বের বিকপ্ল নেই। রাজস্বের বেশির ভাগ আসে মুল্য সংযোজন কর (মূসক) থেকে। তাই দেশের উন্নয়নে ভ্যাট ও আয়কর দেয়ার বিকল্প নেই। তিনি আরো বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ৭ টি শর্ত পূরণ করতে সমর্থক হয়েছে বাংলাদেশ। সকলে নিয়মমতো ভ্যাট, ট্যাক্স ও আয়কর দিলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের পরিণত হবে। সেমিনারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর কমিশনার শওকাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্যে রাখেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর এর অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদ। অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থ বছরের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী কুষ্টিয়া জেলায় "সেবা" খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে "মৌবন মাশালা" সহ ২৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT