শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
৩২ ধারায় সাংবাদিকরা হয়রানির শিকার হবেন : রুহুল কবির রিজভী
প্রকাশ: ০৩:৪৬ pm ৩০-০১-২০১৮ হালনাগাদ: ০৩:৪৮ pm ৩০-০১-২০১৮
 
 
 


বহুল আলোচিত নিপীড়নমূলক আইসিটি অ্যাক্টের ৫৭-সহ পাঁচটি ধারা বিলুপ্ত করে সোমবার (২৯ জানুয়ারি) ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। যা আরো একটি কালো আইন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। অনুমোদন পাওয়া আইনের খসড়ায় কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ সংক্রান্ত ৩২ ধারায় সাংবাদিকরা হয়রানির শিকার হবেন। এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছুই থাকবে না দাবি করে বিএনপির এ নেতা বলেন, সরকারের দুর্নীতি যেন প্রকাশ না পায় বা কেউ প্রকাশ করতে না পারে, সেজন্যই এ আইনটি করা হয়েছে।  রিজভী নতুন ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস করা থেকে বিরত থাকার জোর দাবি জানানোর পাশাপাশি এ আইন প্রণয়নের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT